হবিগঞ্জ, ২৬ জানুয়ারি ২০২৫
জেলা তথ্য অফিস, হবিগঞ্জের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসক, হবিগঞ্জের সম্মেলন কক্ষে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই “জুলাই অনির্বাণ” শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান কাউছার সভাপতিত্ব করেন। তিনি তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবী ছিলো একটি কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। এ লক্ষ্যে আমরা একটি ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ’। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্কাউড, গার্লস গাইড, বিএনসিসি, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন, উপপরিচালক পরিবেশ অধিদপ্তর, এনএসআই, সিভিল সার্জনের প্রতিনিধি, হবিগঞ্জ পুলিশ সুপারের প্রতিনিধিসহ অন্যান্য দপ্তরের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস