১ ডিসেম্বর ২০২৩ খ্রি. সোমবার:
হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় বাহুবল উপজেলার মিরপুর ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ চত্বরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার তপন
চন্দ্র বেপারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মিরপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হাফিজুর রহমান মাসুক। নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ শাকিব হোসাইন, সিনিয়র শিক্ষিকা জনাব নাজমিন চেীধুরী সুমা এবং নারী উদ্যোক্তা ও শিক্ষিকা মোছাঃ রোজিনা আক্তার প্রমূখ। নারী সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩, পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ভিশনঃ ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ডেঙ্গু প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, শিক্ষা, অটিজম, নিরাপদ খাদ্য, তথ্য অধিকার আইন ২০০৯ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়। নারী সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।