হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় হবিগঞ্জ সদর উপজেলার ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের মিলনায়তনে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার জনাব তপন চন্দ্র বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), হবিগঞ্জ জনাব মুহাম্মদ সাদিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ সদর পৌরসভার মেয়র জনাব মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জনাব মুহাম্মদ মনিরুজ্জামান এবং বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জনাব আলমগীর খান। আলোচনা ও মতবিনিময় সভায় মহান মক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও অবদান, পাক হানাদার বাহিনীর বর্বরতা, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ৭ মার্চের ভাষনের গুরুত্ব ও তাৎপর্য এবং ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণ বিষয়ে বক্তব্য প্রদান করা হয়। আলোচনা ও মতবিনিময় সভা শেষে মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় দুই শতাধিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।