হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫:০০ ঘটিকায় সদর উপজেলার শায়েস্তানগর খোয়াই নদীর পাড়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বৈঠকে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার (রুঃদাঃ) মোঃ আশরাফুল ইসলাম তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীনেত্রী শাহীনুর আক্তার এবং আরও উপস্থিত ছিলেন এনজিও কর্মী সুব্রত দাশ বৈষ্ণব, নারী উদ্যোক্তা কলি বেগম প্রমূখ। উন্মুক্ত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, ডেঙ্গু প্রতিরোধ, মাদক পাচার ও ব্যবহার প্রতিরোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার প্রতিরোধ, যৌন হয়রানি প্রতিরোধ, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধ, অটিজম, তথ্য অধিকার আইন ২০০৯ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। উন্মুক্ত বৈঠকে শতাধিক নারী-পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS